উত্তরা মোটর্স নিয়ে এলো সিসি বাজাজ পালসার এন২৫০

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীতে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে উত্তরা মোটর্স ও বাজাজ অটো বাংলাদেশে সর্বপ্রথম গ্রাউন্ডব্রেকিং উচ্চতর সিসি বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, বাজাজ অটো ভারতের ইন্টারন্যাশনাল বিজনেস, বিভাগীয় ব্যবস্থাপক সামীর মারদিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্মকর্তা, উত্তরা মোটর্স লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরাও এসময় উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উত্তরা মোটর্স এবং বাজাজ অটো লিমিটেডকে বাংলাদেশে বাজাজ পালসার এন ২৫০ মোটরসাইকেল উদ্বোধন করার জন্য অভিনন্দন জানিয়েছেন। যা অটোমোবাইল খাতে ভারত ও বাংলাদেশ উভয়ের প্রেরণা প্রদান, শিল্পের বিকাশ এবং অংশীদারিত্বের অগ্রাধিকারকে আরও গতিশীল করবে। মতিউর রহমান বলেন, দুই দশক আগে, বাজাজ অটো এবং উত্তরা মোটর্স প্রথম পালসার লঞ্চ করেছিল এবং বাংলাদেশে মোটরসাইকেল জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। পালসার এন ২৫০ সম্পর্কে বিস্তারিত জানা যাবে bangladesh.globalbajaj.com বা পালসার বাংলাদেশ ফেসবুকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়ন পাওয়া সালাহউদ্দিনকে এমপিপুত্রের ‘হুমকি’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না : পররাষ্ট্রমন্ত্রী