কোন গেটম্যান না থাকার কারণে বোয়ালখালীতে দোহাজারী-কক্সবাজার রেললাইন অতিক্রম করার সময় ইঞ্জিনবাহী ট্রেনের ধাক্কায় একটি অটোটেম্পু খাদে পড়ে গেছে। এসময় টেম্পুতে থাকা তিনজন ব্যক্তি আহত হয়।
সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় উপজেলার বেঙ্গুরা খিতাবচর এলাকার ৬ নং ওয়ার্ডের মোল্লার বাড়ির সম্মুখে আর এ খান সড়কে এ ঘটনা ঘটে। টেম্পু করে পটিয়া খরণখাইন থেকে মাছ নিয়ে আসার পথে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।
এ সময় টেম্পুতে থাকা তিনজন ব্যক্তির মধ্যে দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়। আহতরা হলো মৃত ওমর আলীর ছেলে আবু তাহের ও মুন্সি মিয়ার ছেলে মো. জামাল।
স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টেম্পুর পিছনের অংশ খাদে গিয়ে পড়ে যায়। তখন টেম্পুতে কিছু মাছ ছিল। টেম্পুর বাম পাশের পিছনের অংশ একেবারে ধুমড়ে মুচড়ে গেছে। রেললাইনের পাশে থাকা লোহার পিলারগুলো টেম্পুর ধাক্কায় মাটি থেকে উঠে যায়। তবে সড়কের পাশে চালকদের লিখিতভাবে সতর্কবার্তা দেয়া হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবদুল মন্নান বলেন, লিখিতভাবে সাবধান করে দেয়ার পরেও কেউ সতর্ক হচ্ছে না। তাই এ স্থানে একটি গেটম্যান খুবই প্রয়োজন। গেটম্যানের অভাবে আজকে এই দুর্ঘটনাটি হয়েছে। কিছুদিন আগেও একটি দুর্ঘটনা হত।
স্থানীয় এলাকাবাসী নুরুল আবছার বলেন, এই সড়কটির সাথে পটিয়ার সংযোগ। ফলে বিভিন্ন গাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত। যার কারণে এই রেলক্রসিংয়ে দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আগামী ডিসেম্বর থেকে পুরোদমে ট্রেন চলাচল করলে প্রতিদিন দুর্ঘটনা হতে পারে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবী হল এই স্থানে একটি গেটম্যান দেয়া হোক।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, যেখানে গেটম্যান নেই সেখানে লেখা থাকে। চালকরা সচেতন না হয়ে নিজের জীবন দিয়ে দিলে আমাদের কিছুই করার নেই। তারপরেও গেটম্যান দেয়ার উপযোগী মনে হলে বিবেচনায় রাখব। তবে আমাদের জনবল সংকট রয়েছে।