২৪ ঘণ্টার ব্যবধানে চমেক হাসপাতাল থেকে ফের দালাল আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৫:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদেরকে বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলো দাস ওরফে রত্না (৪০) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চমেক হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক রত্না নগরীর পাঁচলাইশ থানা এলাকার কাপাসগোলা বাবু কলোনির মৃত নারায়ন দাসের স্ত্রী।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, রোগীর পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

চমেক গাইনি বহির্বিভাগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল রোববার দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে রোগীকে হয়রানির অভিযোগে এক পুরুষ দালালকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে খাদ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ
পরবর্তী নিবন্ধনির্বাচন কমিশন দেশী-বিদেশী কোনো চাপে নেই : রাঙামাটিতে ইসি আনিছুর