শখের বসে প্রায় সময় মাছ ধরতে সাগরে যেতেন আবুধাবী প্রবাসী মোখতার হোসেন (৩২)। গতকাল রবিবার সন্ধ্যায় আরব সাগরে মাছ ধরতে গিয়ে স্পিডবোট দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
এ সময় জুবায়ের ও মোহাম্মদ নবী হোসেন নামের দুই ব্যক্তি আহত হয়। তাদের মধ্যে একজনের বাড়ি কক্সবাজার ও অন্যজনের বাড়ি চট্টগ্রাম বলে জানা যায়। নিহত মোখতার বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন ২নং ওয়ার্ড শরীফ পাড়া শের আলী মাঝির বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে।
তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি পাঁচ নম্বর সন্তান বলে জানা যায়। তিনি গত তিন বছর আগে বিয়ে করে পরিবারকে আবুধাবীতে নিয়ে যান।
মোখতার হোসেনের বন্ধু প্রবাসী মো. শামসুল হক চৌধুরী বলেন, রবিবার সন্ধ্যায় সে আরব সাগরে মাছ ধরতে গেলে তাদের স্পিডবোর্ডের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে সাহায্যের জন্য আরেকটি স্পিডবোড এসে রশি দিয়ে টেনে আনার সময় রশি ছিড়ে যাওয়ায় ধাক্কা লেগে স্পিডবোড উল্টে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে।
এ সময় সে সাগরে তলিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আহত ব্যক্তিরা আবুধাবীর শেখ খলিফা হসপিটালে চিকিসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম্মেল হক বলেন, মোখতারের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস্থ হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা হবে।