পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ব্যাভিচার এবং প্রতারণামূলক বিয়ের অভিযোগ তুলে মামলা করেছেন বুশরার সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকা। পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন জানায়, শনিবার খাওয়ার ফরিদ ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরাতুল্লাহর আদালতে পাকিস্তানের দণ্ডবিধির ৩৪, ৪৯৬ এবং ৪৯৬–বি ধারায় ওই মামলা করেন। দুর্নীতির একটি মামলায় সমপ্রতি জামিন পেয়েছেন খাওয়ার ফরিদ। খবর বিডিনিউজের।
আদালতে এক বিবৃতিতে তিনি দাবি করেন, ইমরান খান তার বৈবাহিক জীবন ধ্বংস করে দিয়েছেন। পরে আদালত থেকে মামলার বিবরণীতে উল্লেখ করা তিন সাক্ষী ইসতেখাম–ই–পাকিস্তান পার্টির সদস্য আওন চৌধুরি, মুফতি মুহাম্মদ সাঈদ (ইনি ইমরান ও বুশরার বিয়ে পড়িয়েছিলেন), এবং খওয়ার ফরিদ মানেকার গৃহকর্মী লতিফকে ডেকে পাঠানো এবং আগামী ২৮ নভেম্বর তাদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের কাছে আবেদনে ঘটনায় ইমরান ও বুশরার কঠিন শাস্তি দাবি করেছেন খাওয়ার ফরিদ। বলেন, ২০১৪ সালের দিকে বুশরার বোনের মাধ্যমে ইমরান খানকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। আমার অনুপস্থিতিতে ইমরান খান আমার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। যা ছিল অনৈতিক এবং অপ্রত্যাশিত। এছাড়া ইমরান খান বুশরাকে ফোনও করতেন। বুশরার সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য ইমরান খান তাকে আলাদা ফোন নম্বরও দিয়েছিল। ২০১৭ সালের ১৪ নভেম্বর এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে বুশরাকে তালাক দেন বলেও দাবি করেন তিনি। কিন্তু বুশরার ইদ্দতকাল পালন না হওয়ার আগেই ২০১৮ সালে ইমরানকে বিয়ে করার বিষয়টি তাকে হতাশ করেছিল। তাদের তিনটি সন্তান রয়েছে।