কিডনি রোগী কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে আয়োজিত সভায় নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ৭ উপ–কমিটি দায়িত্বভার গ্রহণ করে। উপ–কমিটিগুলোর মধ্যে রয়েছে– কেপিডব্লিউএ এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন উপ–কমিটি, বিজ্ঞ আইনজীবী উপ–কমিটি, কিডনি ডায়লাাইসিস ট্রান্সপ্লান্ট সোসাইটি উপ–কমিটি, স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ উপ–কমিটি, প্রবাসী সংযোগ উপ–কমিটি, ঢাকা উপ–কমিটি এবং তথ্য–প্রযুক্তি উপ–কমিটি।
কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি এসএম জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপিডব্লিউএ এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন উপ–কমিটির কনভেনার ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, নেতৃত্বের ক্রম বিকাশ ও যোগ্য নেতৃত্ব গঠনে উপ–কমিটিসমূহ অসামান্য অবদান রাখবে। তিনি যেকোনো সংকটে সংস্থার কাজে যেন অচলাবস্থার সৃষ্টি না হয় সেদিকে জোর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান যাচাই–বাছাই সাপেক্ষে আজীবন ও দাতা সদস্য বাড়াতে আজীবন সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান। সভায় অন্যদের বক্তব্য রাখেন, মোহাম্মদ মোশারেফ হোসেন, অধ্যাপক শাব্বির আহমদ, কুতুব উদ্দিন স্বপন, কাজী মোহাম্মদ মঈনুল করিম, কাজী আশরাফুল হক জীবন, আহসান হাবিব বাবু, মুহাম্মদ ওবায়দুল হক মনি, সৈয়দ আবু মুসা, সরওয়ার কামাল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আরিফ, মো. আলমগীর, শৈবাল দেবনাথ, দীপংকর বোস, এড. সৈয়দ মোহাম্মদ হারুন, এড. মুহাম্মদ নুমান আসকারি দিদার, মুহাম্মদ নজরুল ইসলাম শুকরিয়া, হৃদয় বড়ুয়া, মুহাম্মদ আবদুল আলী, মো. ফাহিম ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।