দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের মাঝে ‘রাজনৈতিক পুত্র’দের জয়জয়কার। গতকাল ঘোষিত মনোনয়নপ্রাপ্তদের তালিকা চট্টগ্রামে সর্বমোট ১৬জন প্রার্থীর মধ্যে ৬ জনই আওয়ামী লীগ নেতার পুত্র–কন্যা। এরমধ্যে একজন ভাগ্যবান নিজের পুত্রকে এমপি হিসেবে দেখে যাওয়ার সুযোগ পেতে গেলেও বাকি ৫জনই প্রয়াত।
চট্টগ্রাম–১ মীরসরাই আসনে সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেল মনোনয়ন পেয়েছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে নির্বাচন না করার ঘোষণা দিয়ে আসনটি পুত্রকে ছেড়ে দেন।
চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ফটিকছড়ির সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা। চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান মিতা। তিনি আওয়ামী লীগ নেতা সন্দ্বীপের সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের পুত্র। চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এসএম আল মামুন। তিনি সীতাকুণ্ডের আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি এবিএম আবুল কাসেম মাস্টারের পুত্র। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। তিনি নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়ন পেয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র।
রাজনৈতিক পুত্রদের এই জয়যাত্রা রাজনীতির জন্য সুবাতাস বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।