এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নগরের চেয়ে পিছিয়ে আছে মফস্বল। অবশ্য মহানগর ও মফস্বল উভয়ই গতবারের চেয়ে পিছিয়েছে।
গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মহানগরে পাসের হার ৮৫ দশমিক ১৯ শতাংশ। জেলায় এ হার ৬৮ দশমিক ৫৬ শতাংশ। গতবার নগরে পাসের হার ছিল ৮৯ দশমিক ৪৮ শতাংশ ও জেলায় ছিল ৭৬ দশমিক ১২ শতাংশ। এবার জেলা ও মহানগর মিলিয়ে চট্টগ্রামে পাসের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ। যা গতবার ছিল ৮২ দশমিক ৭১ শতাংশ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম জেলার বাইরে কঙবাজারে ৭০ দশমিক ৩৮ শতাংশ, রাঙামাটিতে ৬৪ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়িতে ৬২ দশািমক ২৭ শতাংশ এবং বান্দারবান জেলায় এবার পাসের হার হচ্ছে ৬৬ দশমিক ৮১ শতাংশ।