ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কৃষি উন্নয়নে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসেসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্যদের নব নির্বাচিত পরিচালক লায়ন হাকিম আলী।
গতকাল শনিবার নগরীর সার্সন রোডে মন্ত্রীর বাসভবনে সাক্ষাতের সময় বিএফএ চট্টগ্রাম ইউনিটের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী এমন গুরুত্বপূর্ণ অর্জনের জন্য লায়ন হাকিম আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এ দায়িত্বের মাধ্যমে কৃষি উন্নয়ন খাতে অবদান রাখার প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগে কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এ খাতে শিক্ষিত তরুণরাও এখন যোগ দিচ্ছেন। নানা ধরনের সহায়তা করায় কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে। যার প্রভার পড়ছে উৎপাদনে। এই উৎপাদন বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিএফএ চট্টগ্রাম ইউনিটের সহ–সভাপতি নজরুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, এম এ মারুফ, মনসুরুল আলম, মোকশেদুর রহমান, নুরুল আমিন, আকরাম হায়দার, আব্দুর রহমান, নুরুল আলম সওদাগর, নজরুল ইসলাম, জালাল উদ্দীন তুহিন, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম, এম. কে সোহেল, মো. মহিউদ্দীন, আব্দুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।