সিলিকন ক্যামিকেলসহ কাভার্ডভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে সিলিকন ক্যামিকেলসহ কাভার্ড ভ্যান চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. বাবুল মিয়া, মো. মামুন, মো. জাহাঙ্গীর ও মো. শামছুল। গত শুক্রবার চট্টগ্রাম নগরী ও ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া ৯ টন সিলিকন ক্যামিকেল, কাভার্ড ভ্যান ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। পুলিশসূত্র জানায়, গত ১৩ নভেম্বর সিলিকন ক্যমিকেলসহ একটি কাভার্ড ভ্যান চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পণ্যের মালিকের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ শনাক্ত করে সেটির চালক মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বাবুলের দেওয়া তথ্য মতে আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে মো. জাহাঙ্গীর এবং হালিশহর থানা এলাকা থেকে মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানান, চোরাই যাওয়া মালামালগুলো ঢাকায় মো. শামছুলের হেফাজতে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পলাশপুর থেকে মো. শামছুলকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে দুটি গোডাউন থেকে চোরাইকৃত ৯ টন সিলিকন ক্যামিকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বেশ কয়েক বছর যাবত সংঘবদ্ধভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে মালবাহী গাড়ি চুরির সঙ্গে জড়িত। গাড়িতে থাকা মালামাল বিক্রয় করে পরবর্তীতে গাড়ির বিভিন্ন অংশ কেটে ভাঙারির দোকানে বিক্রি করে আসছেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কেফায়েত উল্লাহ আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ভিয়েতনাম বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে’
পরবর্তী নিবন্ধউত্তর জেলা আইনজীবী পরিষদের কমিটি গঠন