বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাফুফে একাডেমি কাপ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা এবং শক্তিশালী দল গঠন করার লক্ষ্যে রামপুর একাদশ ফুটবল একাডেমীর খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ ও কাল দুপুর ২ টায় রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। এতে খেলতে আগ্রহী খেলোয়াড়দের সদ্য তোলা ৪ কপি ছবি, জে. এস. সি বা সমমানের পরীক্ষার সনদপত্র ও খেলার সরঞ্জাম নিয়ে দলের ম্যানেজার ফরিদের সাথে যোগাযোগ করিতে বলা হয়েছে। মোবাইল নং– ০১৮৫১১৭৩৮৮৯, ০১৮১৮৮৭৬৭৪৭। উল্লেখ্য যে সকল খেলোয়াড়দের বয়স ০১/০১/২০০৯ হতে ৩১/১২/২০১০ এর মধ্যে শুধুমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।