সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মিনতাজ উদ্দিন (৩০)। গতকাল শনিবার সকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিনতাজ উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধা কচ্ছপিয়ার মো. আবদুস সালমের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

খাগরিয়া ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল জানান, মিনতাজ উদ্দিন কয়েক মাস ধরে পশ্চিম রসুলপুর এলাকার সাইফুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। গতকাল সকালে একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতাজ গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, মিনতাজের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তার লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান
পরবর্তী নিবন্ধজালাল উদ্দিন আল-কাদেরী কারবালা মাহফিল প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন