ইসি আনিছুর চট্টগ্রাম আসছেন আজ

দ্বাদশ সংসদ নির্বাচন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করতে আজ চট্টগ্রাম আসছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রোববার সকাল ৯টায় তিনি চট্টগ্রাম আসবেন। চট্টগ্রাম সার্কিট হাউজে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

চট্টগ্রামের মিটিং শেষ করে দুপুর দেড়টায় রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। পরদিন ২৭ নভেম্বর সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার আলোকবর্তিকা কাগতিয়া কামিল এম এ মাদরাসা