মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে কাজল ও মোহরা ফুটবল একাডেমির জয়

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের গতকালের খেলায় জয় পেয়েছে কাজল ফুটবল একাডেমি এবং মোহরা ফুটবল একাডেমি। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় কাজল ফুটবল একাডেমি ৩০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাদমান আলম একটি ও সিফাতউল ইসলাম দুইটি গোল করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মোহরা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৬৫ গোলে নানুপুর আর জি ফুটবল একাডেমিকে পরাজিত করে। আজ দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর বেলা ১.১৫ টায় মুখোমুখি হবে মোহরা স্পোর্টস একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি। দুপুর ২.৪৫ টায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং আবুরখীল খেলোয়াড় সমিতি পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধওটিটিতে এলো ‘শনিবার বিকেল’
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ট্রফিতে পা রাখায় মার্শের নামে থানায় অভিযোগ