পুঁথিগত বিদ্যায় নয় নৈতিক শিক্ষার আলোয় শিশুদের শিক্ষিত করলেই সুন্দর দেশ ও সৎ চরিত্রবান নাগরিক গঠন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন খ্রিস্টীয় চট্টগ্রাম ডায়াসিসের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের জামাল খানস্থ সেন্ট মেরীস স্কুলের নবনির্মিত আর্চবিশপ মজেস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রদীপ প্রজ্বলন, খ্রিস্টীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা, বেলুন ও পায়রা ওড়ানো এবং আতশবাজি পোড়ানোর পর ছাত্র–ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সময় বলেন, মিশনারি স্কুলগুলোর কাজ চরিত্রবান নাগরিক গড়ে তোলা। এজন্য সুশিক্ষা ও সৃজনশীলতা সৃষ্টির জন্য সব ধরনের সহযোগিতা দেয়া হয়। ধর্ম–বর্ণ নির্বিশেষে সবস্তরের শিক্ষার্থীরা যাতে মননশীলতার সুযোগ পায় সে চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে শিশুদের মন–মানসিকতা বিকশিত হয়। চট্টগ্রামে বেশ কয়েকটি স্কুল মিশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সমাজে যোগ্য, সৎ, নিষ্ঠা ও প্রতিভাবান নাগরিক সৃষ্টিতে সেন্ট মেরী’স স্কুলের অবদান ঈর্ষণীয়। নতুন ভবন তৈরির মধ্যে দিয়ে এ সুযোগ আরো সম্প্রসারিত করা হল। এ সময় তিনি সকল শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকদের দেশাত্মবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিস্টার মেরি সঙ্গীতা। বক্তব্য রাখেন সাংবাদিক মহসিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ম্যানেজার মিজানুর রহমান, সিরাজুদৌল্লাহ চৌধুরী, স্কুল কমিটির সভাপতি ফাদার পঙ্কজ ইগনেসিয়াস পেরেরা। বিপুল শিক্ষার্থী, সাবেক শিক্ষক, অতিথি, পালপুরোহিত এবং অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন করা হয়। ইংরেজি নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রধান অতিথি চলতি বছরের স্কুলের বিশেষ ম্যাগাজিন নবান্কুর এর মোড়ক উন্মোচন করেন। প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।