আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম দেশের সংকট উত্তরণে গতকাল শুক্রবার বাদ জুমা এইচ এম ভবন মিলনায়তনে অসচ্ছল মানুষদের উপস্থিতিতে মিলাদ, দোয়া, মোনাজাত ও মানবিক সেবা কার্যক্রম পরিচালন করেন।
এ সময় সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, বর্তমান বাংলাদেশ এক সংকটকাল অতিক্রম করছে। এ সময় আল্লাহর রহমত ছাড়া উত্তরণ কঠিন হবে। তিনি দেশ ও জাতির স্বার্থে বিবেকবান সকলকে সংকট উত্তরণে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান। দেশের এ সংকটে অস্বচ্ছল মানুষগুলো এক দুঃসময় পার করছে। তাদের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন এক সময়। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব বলে আমি মনে করি।
হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান আলী ও সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা বক্তব্য দেন। পরে সাবেক মেয়র এম. মনজুর আলম উপস্থিত অসচ্ছল নারী–পুরুষ ও শিশুদের মাঝে অর্থসহ তবারুক বিতরণ করেন। অনুষ্ঠানে মিলাদ–দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়্যব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়্যদ ইউনুস রজভী। তিনি মোনাজাতে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।