রাউজানের বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারে স্বল্পমূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কর্মসূচিতে স্বল্পমূল্যে চাল পেয়ে এলাকার স্বল্প আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, এলাকার মানুষ ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে এসে লাইনে দাঁড়িয়ে ১৫ টাকা কেজিতে চাল সংগ্রহ করছেন। তাদের সহায়তা প্রদান করছে ইউনিয়ন সমূহের জনপ্রতিনিধিগণ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, কার্ডধারীদের মধ্যে যারা নিদিষ্ট দিনে এসে চাল সংগ্রহ করতে পারেনি, তারা পরে ইউনিয়ন পরিষদে এসে যোগাযোগ করে তাদের চাল সংগ্রহ করে নিচ্ছে। পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যে এই কর্মসূচি রাউজানের প্রতিটি ইউনিয়নে চলছে। এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে প্রকৃত অভাবগ্রস্ত পরিবারসমূহকে তালিকাভুক্ত করা হয়েছে। যাচাই বাছাই করা দুস্থরা এখন ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে।












