নিয়মিত হাঁটলে শরীর সুস্থ থাকে; অনুরূপ নিয়মিত দৌড়ানোর উপকারিতাও অনেক। বিশেষজ্ঞগণের মতে প্রতিদিন দৌড়ালে বাড়ে আয়ু এবং মেলে সুস্থতা। খুব বেশি নয় দৈনিক আধা ঘণ্টা দৌড়ালেই সব উপকার পাবে আপনার শরীর। হাঁটা এবং দৌড়ানো, এই দুটিই মূলত প্রধান কার্ডিওভাসকুলার ব্যায়াম। হার্ট ভালো রাখতে কার্ডিওর কোনও বিকল্প নেই। শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় আধ্যাত্মিকতায় সমৃদ্ধ চুনতি গ্রাম ও ইউনিয়ন। প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপূর্ব লীলাভূমি। ছোট ছোট টিলা ঘেরা দিগন্ত বিস্তৃত সবুজ বনানী, জীব বৈচিত্র্য সমৃদ্ধ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য যা এশিয়ান হাতির প্রজনন ক্ষেত্র হিসেবে বিশ্বখ্যাত। চুনতি অভয়ারণ্য সামাজিক বনায়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে জাতিসংঘ কর্তৃক ইউএন ইকুয়েডর পুরস্কারে ভূষিত হয়। চুনতি ডটকম ম্যারাথন ২০২৩ এর থিম হিসেবে এই চুনতি অভয়ারণ্যকে নির্বাচিত করেছেন শিল্পী আবদুল হালিম। শিল্পী চুনতি অভয়ারণ্য এর প্রতিচ্ছবি ম্যারাথনের সুদৃশ্য মেডেলে যথাযত ফুটে তুলেছেন। একদিকে হাতি আর হরিণের বিচরণ, আর লাঙ্গল গরু নিয়ে কৃষকের চাষাবাদ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য অবদান কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পাড়ি দিয়ে দ্রুত পৌঁছে যাবেন চুনতি। যেখানে দেখবেন আর এক নতুন চমক চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চুনতিতে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলবে ট্রেন আর তার ওপরে পারাপার হবে হাতি। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে নির্মিত এ এলিফ্যান্ট ওভারপাস দক্ষিণ এশিয়ায় প্রথম। পীর আউলিয়ার পুণ্য ভূমি ঐতিহ্যের ধারক ও বাহক চুনতি গ্রাম ও ইউনিয়ন এর অবস্থান লোহাগাড়া উপজেলা, জেলা চট্টগ্রাম এর শেষ সীমানায়। আগামী ৮ই ডিসেম্বর চুনতি ডট কম ম্যারাথন ২০২৩, চুনতির সবুজে ঘেরা ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে। গত বছরের ধারাবাহিকতায় ১০ ও ৫ কি.মি দৌড়ের এই আয়োজনে দেশ বিদেশের পেশাদার দৌড়বিদ সহ সর্বমোট ৪৫০ এর অধিক প্রতিযোগী নিবন্ধন করেছেন। প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব উপহার এবং বিজয়ী সম্মাননা স্মারক। চুনতি ডট কম ম্যারাথন ২০২৩ এবং চার শত বছরের সম্ভ্রান্ত ঐতিহ্য লালিত জনপদ প্রিয় চুনতিতে আপনাদের সবাইকে স্বাগতম।