বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস রুখে দেওয়া হবে

মইজ্জারটেকে আ.লীগের শান্তি সমাবেশে বক্তারা

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

সম্প্রতি কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক আখতারুজ্জামান চৌধুরী চত্বরে বিএনপিজামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপিজামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কর্মসূচির নামে বিভিন্ন স্থানে বিএনপিজামায়াতের লোকজন অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। বিএনপিজামাতের আগুন সন্ত্রাস রুখে দেওয়া হবে। যতই ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোলায়মান তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রদীপ কুমার দাশ, হায়দার আলী রনি, এম এন ইসলাম, ছিদ্দিক আহমদ বি.কম, মোজাহেরুল আলম চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, দিদারুল ইসলাম চৌধুরী, রফিক আহমদ, জসিম উদ্দিন চৌধুরী, এম এ হালিম, রাশেদুর রহমান মিলন, জয়নুল আবেদীন বাবু, আলমগীর খসরু, এস এম রফিকুল্লাহ, মো: আজাদ, আমজাদ হোসাইন, হাফেজ শাহ আলম, ইঞ্জি: হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন, নুর আহমদ, শেখ মো: সেলিম, আয়ুব তালুকদার, মো: সোলায়মান, আবদুল করিম ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ক্ষতিগ্রস্ত ১৩টি সড়ক নির্মাণে ২২ কোটি টাকা বরাদ্দ
পরবর্তী নিবন্ধলিবিয়ায় আটকে থাকা বাঁশখালীর ৯ প্রবাসী দেশে ফিরেছে