৪৫,৪০৭ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে

চট্টগ্রামের ১৬ আসন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের জন্য ৪৫ হাজার ৪০৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরির কাজ চলছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন চট্টগ্রামের নির্বাচন অফিসের কর্মকর্তারা। চট্টগ্রাম নির্বাচন অফিসের অধীনস্থ ২১ থানা এবং উপজেলা নির্বাচন অফিসারের অধীনে ১৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের একটি খসড়া কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক আজাদীকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলছে। এবার চট্টগ্রামের ১৬ টি আসনে ২০২২ টি ভোট কেন্দ্রের ১৩ হাজার ৭৪১টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তা মিলে ৪৫ হাজারের মতো প্যানেল তৈরি করা হচ্ছে।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন ৩৪ হাজার ৫৬০জন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হলেও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২৪৫জন ভোটগ্রহণ কর্মকর্তা। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা; সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক; সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকবিমার প্রথম শ্রেণীর কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। একই প্রতিষ্ঠানের নিচের পদমর্যাদার কর্মকর্তারা সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জাতীয় পার্টির মনোনয়নপত্র নিলেন যারা
পরবর্তী নিবন্ধআমার নাম ভাঙিয়ে কাউকে অন্যায় করতে দিইনি : ভূমিমন্ত্রী