জাসদের ১৮১ আসনে প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রাম ও কক্সবাজারে পেলেন যারা

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে জাসদ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের বিপরীতে দলের মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেনদলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এ সময় উপস্থিত ছিলেনজাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

জাসদের ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকার মধ্যে

চট্টগ্রাম: নুরুল আখতার, চট্টগ্রাম: শ্যামল বিশ্বাস, চট্টগ্রাম১১ : জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম১৬ : কামাল মোস্তফা চৌধুরী। কক্সবাজার: মো. নাজিম উদ্দিন, কক্সবাজার: নাইমুল হক চৌধুরী টুটুল।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শ্রমিকলীগ- যুবলীগে হামলা পাল্টা হামলা, আহত ২০
পরবর্তী নিবন্ধট্যাংকে কোরালের পোনা উৎপাদনে সাফল্য