মীরসরাইয়ে শ্রমিকলীগ- যুবলীগে হামলা পাল্টা হামলা, আহত ২০

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের সুফিয়া এলাকায় শ্রমিকলীগ ও যুবলীগের দুই গ্রুপে হামলা ও পাল্টা হামলায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুফিয়া এলাকায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন শ্রমিকলীগের নব নির্বাচিত সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মীর হোসেনের কমিটি গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) রাতে সুফিয়া এলাকায় একটি নৈশ পিকনিকের আয়োজন করে। ঐ সময় স্থানীয় যুবলীগের কিছু নেতাকর্মী তাদের নানাভাবে টিটকারী ও তর্কাতর্কি করলে অনুষ্ঠান শেষ করার স্বার্থে রাতে তারা কিছু বলেনি। কিন্তু রাতের ঘটনার জের ধরে সকালে কতিপয় শ্রমিকলীগে কর্মী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মামুন সমর্থিত জাহেদসহ কয়েকজন যুবলীগ কর্মীর উপর হামলা করলে পরস্পর হামলা পাল্টা হামলায় দুপক্ষের অন্তত ২০ যুবলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে জাহেদ ও মীর হোসেনকে গুরুতর জখম অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্না বলেন, যখন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল তখন থেকেই আমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস মাস্টার ও স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমকে জানিয়েছি। কিন্তু নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দেয়ার কোনো উদ্যোগ না নেয়ায় দিনভর বার বার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনা তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপ রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে
পরবর্তী নিবন্ধজাসদের ১৮১ আসনে প্রার্থী চূড়ান্ত