ইয়াবা ব্যবসায় প্রতিবন্ধী, পেতেন মানুষের সহানুভূতি

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:০৪ অপরাহ্ণ

টেকনা‌ফের হ্নীলা এলাকার নূর মোহাম্মদ, বয়স ৪৫ ছুঁই ছুঁই। রিকেট রোগে আক্রান্ত তি‌নি। ডান পা দিয়ে হাটতে পারেন না। এমন সু‌যোগে দীর্ঘদিন ধরে টেকনাফ হতে অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন করে চট্টগ্রাম শহ‌রে বিক্রয় করতেন। ত‌বে তার এমন প্রতারণা ধরা পড়লো পু‌লি‌শের হা‌তে।

শ‌নিবার (২৪ ন‌ভেম্বর) নগরীর কালুঘাট এলাকা থে‌কে মাদকদ্রব্য বিক্রি করার অ‌ভি‌যো‌গে নূর মোহাম্মদকে আটক ক‌রে পুলিশ।

এই বিষ‌য়ে থানার ও‌সি জা‌হেদুল ক‌বির দৈ‌নিক আজাদী‌কে বলেন, প্রতিবন্ধী হওয়ায় সাধারণ জনগণ তার প্রতি সহানুভূতিশীল ছিল। জনসাধারণের সহানুভূতিকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে টেকনাফ হতে অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন করে চট্টগ্রাম শহরে বিক্রি করে আসলেও প্রতিবন্ধী হওয়ার কারণে সে ছিলো ধরাছোঁয়ার বাইরে। আজ‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হয়। তার বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া‌ধীন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় টিলা কাটায় জরিমানা
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবকলীগ নেতা খুন : ইউপি সদস্যসহ ২১ জনকে আসামি করে মামলা