কাল ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচনকে ঘিরে একরকম উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। যারা নির্বাচন করছেন আর যারা ভোট দেবেন তারা সবাই দারুণ উচ্ছসিত।
তবে একটি পক্ষ যারা সব সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছে অনেক প্রার্থী এবং সাধারণ ভোটাররা।
আজ শুক্রবার সারাদিনই নানাভাবে গুজব ছড়ানোর চেষ্টা করেছে সংস্থার সাধারণ সম্পাদক একটি তালিকা দিয়ে দিয়েছেন কাদের কাদের ভোট দিতে হবে। একাধিক তালিকাও প্রকাশ করা হয়েছে। যদিও সে সব তালিকার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে এসব তালিকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
শুক্রবার এক প্রবীণ ভোটার বললেন তাকে একজন ফোন করে বললেন নাছির ভাই এদেরকে ভোট দিতে বলেছে। তিনি নাকি বিষয়টা জানিয়েছেন বিভিন্ন জনকে। সত্যতা জানার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি হতাশও হয়েছেন।
তিনি বলেন, এ ধরনের কাজ করা ঠিক হবেনা। কারন তিনি আমাদের সাধারণ সম্পাদক। তিনি এখন সবার। তিনি কারো পক্ষে নন। সব প্রার্থীই তার। যা তিনি সব সময় বলে এসেছেন। সবশেষ দুই দিন আগে এক অনুষ্ঠানে তিনি সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে তাহলে এমন গুজব কেন? কারা ছড়াচ্ছে এমন গুজব।
এই প্রতিবেদককে আরও একাধিক কাউন্সিলর বলেছেন, তাদেরকে এ ধরনের ফোন করা হয়েছে। ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
নির্বাচনের শিডিউল ঘোষণার আগে থেকেই আ জ ম নাছির উদ্দিন বলে এসেছেন তিনি কাউকে সমর্থন করবেননা। কাউকে নির্বাচন করতেও বলবেন না আবার না করতেও বলবেন না। যদিও তিনি সে কথা রাখতে পারেননি। তিনি অনেককেই বলেছেন কোন পদে নির্বাচন করবেন। আবার কাউকে কাউকে মনোনয়ন প্রত্যাহার করতেও বলেছেন বলে অভিযোগ করেছেন অনেকে।
তবে এখন যেহেতু নির্বচানের দিন চলে এসেছে তাই কাউন্সিলররা মনে করছেন তিনি সবার হয়ে থাকুন। এই মুহুর্তে কিছু বলা মানে পুরো নির্বাচনের আমজেটাকে পানশে করে দেওয়া।
এবারের নির্বাচনকে ঘিরে যে উৎসবের সৃষ্টি হয়েছে তাতে ভাটা পড়ে যেতে পারে তার একটি সিদ্ধান্তে। তার একটি তালিকা কিংবা তার একটি ফোন ম্লান করে দিতে পারে নির্বাচনের এই আনন্দকে।
আজ অনেক প্রার্থী বলেছেন, স্বাধীনভাবে নির্বাচন করে তারা হেরে গেলে কোন দুঃখ থাকবেনা। তারা আবার নিজেদের প্রিয় প্রাঙ্গণ এম এ আজিজ স্টেডিয়ামকে মুখরিত করে রাখবেন। কিন্তু কোন তালিকা বা কোন ফোনে যদি হেরে যান তাহলে অনেকেই স্টেডিয়াম বিমুখ হয়ে যাবেন। তাই কাউন্সিলর থেকে ভোটার সবার একটাই প্রত্যাশা তাদের সবার যিনি নেতা সেই সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সবার হয়েই থাকুক। কারো পক্ষ না নিক।