সীতাকুণ্ডে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল একজনের

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বৈদ্যুতিক খুঁটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বার আউলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মো. ইসমাইল (৩০)। তিনি ঢাকা ডেমরার পূর্ব বসনগর এলাকার সেকান্দর আলীর ছেলে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাাঠান। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা আছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই শাহ আলম বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আওয়ামী লীগের ভোট প্রার্থনা ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গোসলে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু