হোটেল আগ্রাবাদ থ্যাংক্স গিভিং ডে উদযাপন উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন হোটেলের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসানুল ইসলাম। উপস্থিত ছিলেন হোটেলে হেড অফ এইচ আর এন্ড জেনারেল এডমিন সাইফুর রহমান, রুম ডিভিশন ম্যানেজার রায়হান কায়ছার এবং সিনিয়র ফুড এন্ড ব্যাভারেজ ম্যানেজার মনিরুল আলম সরকার।
অনুষ্ঠানে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসানুল ইসলাম বলেন, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে এরকম একটি অনুষ্ঠান এবং অফারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অতিতেও আমরা এরকম অনুষ্ঠান আয়োজন করেছি এবং এই ধারা সবসময় অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।