এবিএম আবুল কাসেম মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১২:৪৭ অপরাহ্ণ

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও প্যানেল স্পীকার এবিএম আবুল কাসেম মাস্টারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জেয়াফতসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

আবুল কাসেম মাস্টার চট্টগ্রাম৪ সংসদীয় আসনের দুই বার নির্বাচিত এমপি ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকীর দিন সকাল আটটায় মরহুমের কবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে থেকে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, কোরআন খতম ও ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৯ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ২
পরবর্তী নিবন্ধজিএমবিএফ সম্মেলনে যোগ দিচ্ছেন সিস্টেম গ্রুপ চেয়ারম্যান আজিম