ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার কঠিন চীবর দান গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন মেত্তাবংশ মহাথেরো, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সুমনাতিষ্য মহাথেরো, সুমেদা নন্দ মহাথেরো, সাধনা নন্দ মহাথেরো, শান্ত রক্ষিত মহাথেরো, এল মর্ধরত্ন থেরো, জ্যোতি শাক্য থেরো, ধনঞ্জয় বড়ুয়া রুবেল, প্রকৌশলী বিধু ভূষণ বড়ুয়া, জীবক বড়ুয়া। ধর্মীয় আলোচক ছিলেন, বিপুলাবংশ থেরো, আদি বংশ থেরো, শান্তজ্যোতি থেরো। উপস্থিত ছিলেন, ১৮ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম আকাশ, সাংবাদিক বাচ্চু বড়ুয়া, মাস্টার দুলাল বড়ুয়া, লায়ন নিপু বড়ুয়া, রতন বড়ুয়া, জীসু বড়ুয়া, রাজু বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।