টেকনাফে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজার টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব১৫।

আটককৃত মাদক কারবারি হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব সিকদারপাড়ার শামশুল আলম প্রকাশ আতর শামশুর ছেলে সাইফুল প্রকাশ আতর সাইফুল (৩০) ও একই এলাকার আবু তাহেরের ছেলে মো. জোবায়ের (১৯)। কক্সবাজার র‌্যাব১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘বুধবার (২২ নভেম্বর) রাতে র‌্যাব১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং কতিপয় মাদক কারবারী তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ও পলাতক মাদক কারবারীদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

পূর্ববর্তী নিবন্ধকোটি টাকার চাঁদাবাজি মামলা থেকে খালাস দেবুসহ ছয়জন
পরবর্তী নিবন্ধইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত