দীর্ঘদিন ধরেই দেশের সুস্থ ধারার সাংস্কৃতিক প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছেন গানচিল মিউজিক। একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান গানচিল ড্রামা এন্ড সিনেমা। করোনা ও নানান জটিলতায় বেশ কিছুদিন বিরতির পর আবারও সরব হচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এক ঝাঁক নাটকের কাজ। এমনটিও জানালেন গানচিলের অপারেশন্স প্রধান ও গায়ক লুৎফর হাসান। তিনি জানান এরই ধারাবাহিকতায় আগামী ৭ ডিসেম্বর গানচিলের ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটক ‘সেলুলয়েড’। খবর বাংলানিউজের।
এতে জুটি বেঁধেছেন টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। তাদের নিয়ে এবারের নাটকটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটির প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক এটি।












