ভারতের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:২২ পূর্বাহ্ণ

ব্যাপক বাদপ্রতিবাদের পরও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি মেলেনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। তবে এবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। আগামী শুক্রবার থেকে সিনেমাটি দেখা যাবে। বৃহস্পতিবার সিনেমার একটি ট্রেলার প্রকাশ করে সনি লিভও তথ্যটি জানিয়েছে। এর আগে বুধবার রাতে সনি লাইভ দেড় মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। খবর বিডিনিউজের।

কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চেয়েছেন। তাদের সবার প্রতি ভালোবাসা। কোনো সমস্যা আসলে হয় নাই। কিছু টেকনিক্যাল ঝামেলার জন্য সরানো হয়েছিলো। এখন আবার আপলোড করা হয়েছে। এক অদৃশ্য কারণে চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে সিনেমাটি আটকে আছে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। কিন্ত বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধরাশেদ সীমান্তর কৃপণতায় বিরক্ত স্ত্রী,দিলেন আল্টিমেটাম!
পরবর্তী নিবন্ধনাটকে ফিরছে গানচিল, প্রথম নিবেদনে শ্যামল-মম জুটি