কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএমসেন হল প্রাঙ্গনে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। উক্ত পূজা উপলক্ষে তিনটি বিভাগে গীতাপাঠ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও তারণ দাশ প্রলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসামপ্রদায়িক ও উন্নয়নের সরকার হিসেবে আওয়ামী লীগকে আগামীতেও দরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ–সভাপতি মিনা চৌধুরী, বিধান ঘোষ বিধু, সজল দে, প্রকৌশলী সৈকত দাশ, নিউটন দত্ত, যুগ্ম–সাধারণ সম্পাদক জুয়েল দাশ রানা, সুমন দাশ, শৈবাল দাশ, সজীব দাশ, স্নেহাশিস তালুকদার মিশু, নিউটন দাশ, প্রিয়ম বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











