শিকারির কবল থেকে ২৫টি সাদা বক উদ্ধার, পরে অবমুক্ত

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে ২৫ টি সাদা বক উদ্ধার করা হয়েছে। গ্রাম পুলিশের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা বকগুলো উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ মোহাম্মদ হোসাইন রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলে বক শিকারের দৃশ্য দেখতে পায়। তখন সে বনবিভাগকে খবর দিলে তারা দ্রুত অভিযান পরিচালনা করে বকগুলো উদ্ধার করে। পালিয়ে যাওয়ায় বক শিকারে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বকগুলো আকাশে অবমুক্ত করেন।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, ‘শিকারিদের জালের ফাঁদে আটকা পড়া ২৫টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় শিকার করা বকগুলো ফেলে পালিয়েছেন শিকারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধী চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

পূর্ববর্তী নিবন্ধক্যারিয়ার গঠনে ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ: সিভাসু উপাচার্য
পরবর্তী নিবন্ধমহেশখালীর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ