ইচ্ছে করে মুসার মতো রাখাল হয়ে কাটিয়ে দিই ক’টা দিন। দাউদ হয়ে গড়ে তুলি একটু একটু করে তোমাকে। বুড়ো মথ হয়ে পড়ে আছি, যেনো কবেকার উড়ে যাওয়া পাতাটির জন্য হাহাকার নিয়ে
আমার কি থাকবে না একটি পুতুলের হাহাকার! আমি কি কেবলই সেলাই করা জীবন। জমাবোনা কোনো গাছের ঈর্ষা, বৃষ্টির দরুদ। তুমিও আড়ালে যাওয়ার নাম করে ভুলে যেওনা যেন। আমরাও গড়ে তুলব– কলমি ফুলের বাড়ি
স্বপ্নের বাইরে এসে সংসারটা কি আমরা করব …