ফটিকছড়িতে চা পাতা বোঝাই গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়ির হারুয়ালছড়িতে চা পাতা বোঝাই করে ফ্যাক্টরিতে আসার সময় টিলা বেয়ে উঠতে গিয়ে পিকাপ উল্টে এক চা বাগান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন চা শ্রমিক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে হারুয়ালছড়ি ইউপির ৭নং ওয়ার্ডের সুজানগর এলাকাস্থ ডাইক্কে পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চা শ্রমিক মিনা ত্রিপুরা (২৮) ৬নং ওয়ার্ড হাজারিখীল বেলিজার পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হারুয়ালছড়ি ৭নং ওয়ার্ড সদস্য মো: মঈনুল করিম।

জানা যায়, দুপুরে এলাহি নুর চা বাগানের ৫জন শ্রমিক এবং চা বোঝাই করা পিকআপ গাড়ি ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এমন সময়ে সুজানগর ডাইক্কে পাড়ায় টিলা বেয়ে উঠার সময় গাড়িটি ব্রেক ফেল হয়ে পেছনে এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চা শ্রমিক মিনা ত্রিপুরা মারা যান। এবং অন্য শ্রমিকদের স্বাভাবিক চিকিৎসার পর ছেড়ে দিলেও একজন শ্রমিককে আশংকাজনক অবস্থায় চমেকে চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মো: মঈনুল করিম বলেন- দুপুরে কাজ শেষ করে ফ্যাক্টরির দিকে আসার সময় গাড়ি উল্টে একজন মারা যান। আরেকজনের অবস্থা আশংকাজনক। তারা সবাই এলাহি নূর চা বাগানের শ্রমিক।

পূর্ববর্তী নিবন্ধঋণ করে বন্ধুকে টাকা ধার, ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে খুন
পরবর্তী নিবন্ধগাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু কাল