খাগড়াছড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ হাজার প্যাকেট সিগারেটসহ দুই জনকে আটক করা হয়েছে। ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা জব্দ সিগারেটের আনুমানিক মূল্য প্রায় উনত্রিশ লক্ষ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলা শহরের চেঙ্গি স্কয়ার থেকে এ বিপুলসংখ্যক সিগারেট আটক করা হয়েছে। জেলার পানছড়ি উপজেলার সিমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা সিগারেটগুলো খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় সিগারেট বহনকারী ট্রাকসহ চালক এবং চালকের সহকারীকে আটক করা হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর দুপুরে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন।
আটক ট্রাক চালক মো. জামাল চট্টগ্রাম জেলার সাতকানিয়ার দক্ষিণ ডেমসা এলাকার আবুল কাশেমের ছেলে। সহকারী মো. ইয়াসিন বাঁশখালী ফালেগ্রামের মৃত নূর নবীর ছেলে।