গাড়ী থেকে নামিয়ে চড়-থাপ্পড় ও মালামাল লুটের ঘটনায় চট্টগ্রামে আটক ৪

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড়ে গাড়ি থামিয়ে ড্রাইভার হেলপারকে নামিয়ে দিয়ে একটি পিকআপ গাড়ি, ২টি মোবাইল সেট, গাড়ির ডকুমেন্টসহ নগদ ১২০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ নাজিম উদ্দীন (২২), মোঃ রবিউল হোসেন (২৪), মোহাম্মদ আলী (২৫) ও মোঃ রাসেল (২৪) সহ চক্রের ৪ সদস্যকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আকবরশাহ্ থানাধীন নাছিয়া ঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃত মোঃ নাজিম উদ্দিন প্রকাশ নাঈম চট্টগ্রাম হাটহাজারী এলাকা রঙ্গীপাড়ার পশ্চিম দেওয়ান নগরে মোঃ ফরিদ মিয়ার ছেলে, মোঃ রবিউল হোসেন চট্টগ্রাম আকবরশাহ থানাধীন নাছিয়াঘোনা এলাকার মোঃ জসিম ছেলে, মোহাম্মদ আলী আকবরশাহ থানাধীন জানারখিল এলাকার মোহাম্মদ ইউসুফ ছেলে আর মোঃ রাসেল নোয়াখালীর সুবর্ণচর হারিচ চৌধুরী বাজার এলাকার মৃত বাবুল ছেলে।

এ বিষয়ে আকবরশাহ থানার ওসি ওয়ালি উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, উক্ত ঘটনার অভিযোগ পেয়ে নগরীর আকবরশাহ্ থানাধীন নাছিয়া ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত পিকআপ গাড়িটি উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত চক্রের চার সদস্যকে আটক করি আমরা। তাদের নিকট থেকে ছিনতাইকৃত ১২০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় মামলা রুজু হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আকবরশাহ্ থানাধীন বায়েজিদ লিংক রোডস্থ ৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী কৌশলে গাড়ীটিকে থামায়। অতঃপর দুষ্কৃতকারীরা ড্রাইভার মোঃ সুফিয়ান ও হেলপার শান্ত ইসলামকে গাড়ী থেকে টেনে-হিচড়ে নামিয়ে চড়-থাপ্পড় মারে ও ছোরা দ্বারা আঘাতের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করতঃ তার চালিত পিকআপ গাড়ী, ২টি মোবাইল সেট, গাড়ীর ডকুমেন্ট ও নগদ ১২০০ টাকা ছিনাইয়া নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি ড্রাইভার সুফিয়ান গাড়ির মালিককে জানালে গাড়ির মালিক ভোররাতে আকবরশাহ থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি অবহিত করে। তাৎক্ষণিক আকবরশাহ থানার এসআই মিজানুর রশিদ ও এএসআই ওয়ালী উল্লাহদের সমন্বয়ে গঠিত নৈশ টহলটিম অভিযান পরিচালনা করে আকবরশাহ্ থানাধীন নাছিয়া ঘোনা এলাকায় পাকা রাস্তার উপর হতে লুণ্ঠিত পিকআপ গাড়ীটি উদ্ধার পূর্বক ঘটনার সাথে জড়িত চার আটক করে।

পূর্ববর্তী নিবন্ধমদ বিক্রি করার আগেই পুলিশের হাতে ধরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার