খাগড়াছড়িতে শফিকুল ইসলাম রাসেল নামে এক ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গত ৯ নভেম্বর দীঘিনালার ৯ মাইল এলাকায় কাঠ বাগান দেখতে গিয়ে নিখোঁজ হন রাসেল। প্রথমদিকে এ বিষয়টি পুলিশকে কেউ অভিযোগ না করলেও ঘটনাটি শুনার পর আমলে নেন তারা।
পরবর্তীতে পুলিশ খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে নিখোঁজের স্বজনদের মামলা দায়েরের কথা বলেন। এরমধ্যেই ক্লুলেস ঘটনাটির তদন্ত শুরু করে নানাভাবে সন্ধানে নামে। পুলিশের কয়েকটি ইউনিটের চেষ্টায় প্রাথমিকভাবে তিনজনের জড়িত থাকার প্রমাণ মেলে।
পরে মিঞ ধন চাকমা, সন্ধ্যা চাকমা নামের দুইজনকে চট্টগ্রাম থেকে এবং ধনঞ্জয় চাকমাকে দীঘিনালা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।
মূলত: তারা অনলাইন জুয়ার টাকার দেনা শোধ করতেই রাসেলকে অপহরণ করা হয়েছে ধারণা পুলিশের। অপহৃত রাসেলকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
এদিকে, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে জেলা শহরে কয়েকদফায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।