যুব মহিলা লীগের নেত্রীর মামলায় রাঙামাটি ছাত্রদল সভাপতি গ্রেফতার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৫:১৭ অপরাহ্ণ

রাঙামাটিতে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীর মামলায় তার ‘স্বামী’ জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরকে গ্রেফতার করেছে ডিবি।’

জানা গেছে, চলতি বছরের ২০ জুন মামলার বাদী ও রাঙামাটি জেলা যুব মহিলালীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে মনিকা উল্লেখ করে, চলতি বছরের ১ মে ইসলামী শরিয়তের বিধান মোতাবেক ৮ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে তাদের বিবাহ হয়। দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বিবাহের পর থেকে আসামি তার স্ত্রী মামলার বাদীকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে।

আসামি ‘অনলাইন ক্যাসিনোতে আসক্ত’ হওয়ায় বাদীর কাছ থেকে বিকাশে টাকা নিতো। সবশেষ গত ১৭ জুন ঢাকার আশুলিয়ায় অবস্থানকালে আসামি মামলার বাদীকে ৫ লাখ টাকা যৌতুক হিসেবে দিতে বলে এবং সংসার না করার হুমকি দেয়। মামলার বাদী টাকা দিতে অস্মতি জানালে মারধর করে। এ ঘটনার তিনদিন পর মনিকা আক্তার আদালতে মামলা করেন।

ফারুক আহমেদ সাব্বির রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, মনিকা আক্তার এক সময় রাঙামাটি জেলা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো পদে ছিলেন না বলে দাবি সংগঠনটির শীর্ষ নেত্রীদের।

রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, ‘জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বিরকে বুধবার রাত আটটার দিকে রাঙামাটি পৌরসভার সামনে থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে সেটি আমরা জানতে পারিনি। সারাদেশেই তো আমাদের নেতাকর্মীদের ওপর গ্রেফতার, দমন-পীড়ন অব্যাহত রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ভোটার বেড়েছে ৬১ হাজার, ভোটকেন্দ্র বাড়ছে ১০টি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীকে অপহরণ : গ্রেফতার ৩