কামাল মোস্তফা চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মোস্তফা চৌধুরী। সংগঠনের এক জরুরি সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলা জাসদের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে জাসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ জাসদ নেতা জাসদ দক্ষিণ জেলার সদস্য কামাল মোস্তফা চৌধুরী। সংগঠনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে কামাল মোস্তফা চৌধুরীকে দক্ষিণ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও সিএনজি টেক্সিতে আগুন
পরবর্তী নিবন্ধরেজিস্ট্রিকৃত বণ্টননামা দলিল করে নামজারি করলে মামলা কমবে : ভূমিমন্ত্রী