লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যশূকরের আক্রমণে নারীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বন্যশূকরটি মেরে ফেলেছে বলে জানা গেছে।
আহতরা হলেন বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলিম আলী সিকদার পাড়ার আবুল ফয়েজের স্ত্রী পারভিন আক্তার (৪২), দেওয়ান পাড়ার আবদুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (২৮), ৪ নম্বর ওয়ার্ডের জগতের পাড়ার মৃত মনমোহন নাথের পুত্র সুনিল কান্তি নাথ (৬০), ৫ নম্বর ওয়ার্ডের আমতলী ইয়াছিন পাড়ার মৃত ইলিয়াছের পুত্র কামাল উদ্দিন (৬১), মো. দেরাছের পুত্র মো. রাশেদ (২৮) ও মো. হুমায়ুনের কন্যা মারওয়া (১৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, বনাঞ্চল থেকে একটি বন্যশূকর লোকালয়ে এসে অতর্কিতভাবে মানুষের উপর আক্রমণ করে। এতে নারীসহ ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, একটি মহল বনাঞ্চলে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে অবাধে বন্যশুকর শিকার করছে। শিকারীর ধাওয়া খেয়ে বন্যশূকরটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
আহত পারভিন আক্তার জানান, তিনি বসতঘরের ভেতরে ছিলেন। দরজা খোলা থাকায় বন্যশূকরটি ঘরের ভেতর প্রবেশ করে তার এক পায়ে কামড় দেয়। এরপর শূকরটি বের হয়ে চলে যায়। আহত দেলোয়ার হোসেন জানান, হাটখোলা মুড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। লোকজনের শোরচিৎকার শুনে রাস্তায় বের হন। এ সময় বন্যশূকর তাকে মাটিতে ফেলে শরীরের বিভিন্নস্থানে আঁচড় ও হাতে কামড় দিয়ে চলে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, বন্যশূকরের আক্রমণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন জানান, বন্যশুকর লোকালয়ে এসে মানুষের উপর আক্রমণের বিষয়টি খোঁজখবর নেয়া হবে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে বিধিসম্মত হলে যাচাই বাচাই করে ক্ষতিপূরণ দেয়া হবে।