একদিন আগেই ইসলামাবাদ হাইকোর্ট কারাগারে বিশেষ আদালত বসিয়ে ইমরান খানের বিচার প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছে। এবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার আইনজীবী। গতকাল সুপ্রিম কোর্ট ইমরানের জামিন আবেদন গ্রহণ করেন বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
গত ৫ আগস্ট তোষাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেছিলেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। ওই রায় ঘোষণার পর সাবেক এই ক্রিকেট তারকাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। যদিও ওই মাসের শেষ দিকেই ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ওই সাজা স্থগিত করে। কিন্তু তিনি এখনো জেল থেকে ছাড়া পাননি।
তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে। গত মাসেই রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাকে অভিযুক্ত করা হয়। এবং তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে বিচারকাজ চালানো হচ্ছিল। পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী জাতীয় নির্বাচন। তার আগে কারাগার থেকে মুক্তি নিশ্চিত করে নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে চাইছেন ৭১ বছরের ইমরান খান।












