১.
কান্নাহাসির দোল–দোলানো
এ জীবনের পালা,
কণ্ঠে আমার ধরেনি গান
ফোটেনি সুরমালা।
২.
সুরের গুরু– দাও গো সুরের দীক্ষা
সুযোগ–মঞ্চ পেলে
গানের গলা খেলে,
কেউ যেন না আসেন নিতে পরীক্ষা!
৩.
তুমি কেমন করে গান করো হে গুণী
অবাক হয়ে শুনি,
ইচ্ছে– তেমন ভাবে
চোখ বোজা স্বভাবে
রাগ–রাগিণী বুনি।
৪.
আমি তোমায় যত
শুনিয়েছিলাম গান
শুনিয়েছিলে মোরে
তোমার গান যে কত,
অনন্য ডুয়েট সুরে–বেসুরে
মধুর স্মৃতির দান।
৫.
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে
মোর প্রাণে
দিন–রাত সে সাধনায়
গুন গুন–গুন তারে শোনায়
প্র্যাকটিসটা তার ওপর– সে জানে!