যুগলের ভালোবাসা গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ তুমি শুধু তুমি নও ওগো সুখপাখি তোমার অধিক তুমি, অপলক আঁখি। মনের চোখেই শুধু দেখ না আমায় ভালোবাস প্রাণ দিয়ে, কী যে করি হায়! তোমায় আমিও বড় ভালোবাসি প্রিয় যুগলের ভালোবাসা অবিস্মরণীয়।