বাড়তে থাকা ডলারের দর গত এক বছরের মধ্যে প্রথমবার কমছে; বিনিময় হার ৫০ পয়সা কমানোর এ সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এক বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম ঠিক করে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত বাফেদা ও এবিবি গতকাল বুধবার রাতে বৈঠক করে প্রথমবারের মতো টাকার মান বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। খবর বিডিনিউজের।
বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ‘ডলারের দর ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা করা হয়েছে। এই দরে কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ টাকা দরে বিক্রি করতে হবে ব্যাংকগুলোকে।’