কোনো এক শিউলি ফোঁটা ভোরে সোনালু ফুলের মতো
হলদেটে সবুজ শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম।
ভেজা চুল মোছা পানির ঝাপটায় তোমার ঘুম ভেঙে গেলো,
বালিশের অন্তরালে এখনো সিঁদুর রেখার ভালোবাসা।
তুমি ভ্রু কুঁচকে আমার দিকে মৃদু হেসে
তাকিয়ে রইলে আলসেমি ভরা আয়েশে।
আমি আয়নায় তোমাকে দেখছিলাম,
আধাভেজা চুলে সিঁথি টেনে,
তোমাকে বললাম…।
ভালোবাসা বুঝো?
তুমি মৃদু হাসি দিয়ে এড়িয়ে গেলে….।
শাড়ির আঁচল বুকে জড়িয়ে, কুঁচিগুলো ধরছিলাম সযতনে,
নতুন শাড়ির গন্ধে, হাতভরা চুড়ির রিনিঝিনি শব্দে মুখরিত চারপাশ,
তুমি অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলে,
কপালে লাল টিপ, চোখে কাজলের রেখা আঁকতে আঁকতে
তোমাকে বললাম…।
ভালোবাসো?
অনেক সময়ের নীরবতা ভেঙে,
তুমি কাছে এসে বুকে জড়িয়ে নিয়ে,
ফিসফিস করে বললে, সবকিছু মুখে বলতে নেই…।
ভালোবাসা নিজের মতো করেই বুঝে নিতে হয়।
ভালোবাসা সবসময় থাকে না,ভালো লাগা থেকে যায়।
ভালো রাখাতেই ভালোবাসা ধীরে ধীরে বাড়ে,
ভালো লাগাতেই হোক ভালো রাখার প্রতিশ্রুতি।
জীবনের সিঁদুররাঙা ভালোবাসাগুলো এমনই হয়।