সিলেটে ট্রেনে অগ্নিসংযোগ

আজাদী অনলাইন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১১:৪৬ অপরাহ্ণ

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দাহ্য পদার্থ দিয়ে ট্রেনটিতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার শরিফুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, “পেট্রোল বা কোনো দাহ্য পদার্থ দিয়ে দুর্বৃত্তরা ট্রেনে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

রাত ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষিণ সুরমা ওয়ার হাউজ পরিদর্শক টিটব শিকদার বলেন, “আগুনের খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে দু’টি ইউনিট রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নেয় স্থানীয়রা। এখন ধোঁয়া পরিষ্কার করেছি। আগুনে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যশুকরের আক্রমণে নারীসহ আহত ৬
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি শুরু কাল