ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহজাদা মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক এম শাহাবুল আলম মিনার ও মোহাম্মদ ইসহাক মিয়া। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চিফ কো–অর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী।
সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মেরিন আফরোজ, ইসমত আরা বেগম, ঈশান কুমার নাথ, নির্মল ত্রিপুরা, তনুশ্রী ধর ও মোহাম্মদ ইয়াছিন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ খালেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সাওদা ইসলাম, মেহরাজ হোসেন, মৌমিতা রুবায়েত ও জান্নতুল নাইমা তাহিন। প্রেস বিজ্ঞপ্তি।