আবেদনের সময় বাড়ল ৭ ডিসেম্বর পর্যন্ত

বিদেশি পর্যবেক্ষক

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় ২১ নভেম্বর থেকে বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী, যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এই সময়ে আবেদন করতে পারবে। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপিত হলে বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য এই সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর অনুমোদন করা হয়েছে। তিনি জানান, এই পর্যন্ত দেশ হিসাবে ১২টি আবেদন পাওয়া গেছে। সংস্থা হিসেবে চারটা আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। তিনি জানান, চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চারজন, আইআরআই থেকে ৫ জন এবং ইইউ থেকে চারজন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। তিনি বলেন, ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি ও সংস্থা হিসাবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে।

পূর্ববর্তী নিবন্ধএম এ সালাম ছিলেন দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন রাজনীতিক
পরবর্তী নিবন্ধপুকুরে পড়ে কিশোরীর মৃত্যু