রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম এম এ সালামের স্মরণসভা গত রোববার বিকেলে নগরীর আগ্রাবাদস্থ মুহুরী পাড়ায় এম.এ সালাম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এম. এ সালাম ছিলেন একজন দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন রাজনীতিক।
বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, শিক্ষানুরাগী এম.এ সালামের ২১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের নির্বাহী সভাপতি হাকীম এম শিহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ বিএমএলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম.এ মোমেন। এতে আরো বক্তব্য রাখেন, হাতেখড়ি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাস্টার মুহিবুল্লাহ মিয়া, আদর্শ নাগরিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল গাফ্ফার চৌধুরী, এম.এ সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।